বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে ঢাকায় কাদের মির্জা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৯ এএম, ৩১ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১২:৪৮ পিএম, ১২ মে,সোমবার,২০২৫

পৌরসভা নির্বাচনে জয় লাভ করার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকায় এসেছেন তার ছোটভাই আবদুল কাদের মির্জা।
বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। এরপর ওবায়দুল কাদের ও আবদুল কাদের মির্জা শুভেচ্ছা বিনিময় করেন। সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আবদুল কাদের মির্জা।