avertisements 2

যদি থাকে নছিবে- আপনা আপনি আসিবে: নিক্সন চৌধুরী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:১৩ পিএম, ৩০ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০২:২১ পিএম, ১৬ এপ্রিল, বুধবার,২০২৫

Text

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মর্যাদা আমাকে দিয়েছেন সে মর্যাদা আমার নয় এটা তিন থানার জনগণের। 

 এ সময় তিনি বলেন, ‘আপনারা (জনগণ) আমাকে দুইবার এমপি নির্বাচিত করে আমাকে এক মর্যাদা দিয়েছেন। তার বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের জন্য আমাকে সারা বাংলাদেশের যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার করে আপনাদের মর্যাদা দিয়েছেন। এটা সম্পূর্ণ আপনাদের (জনগণের)। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি।’ 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার স্বর্ণকার পট্টিতে ভাঙ্গা বাজার বনিক সমিতির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

নিক্সন চৌধুরী আরও বলেন, আপনাদের মর্যাদার প্রতি সম্মান রেখে আমার ঈমানি দায়িত্ব হবে আমার তিন উপজেলায় উন্নয়ন করা। ইনশাআল্লাহ আমি এই তিন উপজেলাকে বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা করে গড়ে তুলবো। আপনারা শুধু আমার পাশে থেকে দোয়া দিবেন আমিও আমার যৌবনের মূল্যবান সময়টুকু আপনাদের উন্নয়নের কাজে বিলিয়ে দিব। এ সময় তিনি গানের সুরে বলেন যদি থাকে নছিবে-আপনা আপনি আসিবে। 

বাজার বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল হক মিরু মুন্সির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজি হেদায়েতুল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক মো. ফাইজুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, ভাঙ্গা কেএম কলেজের সাবেক জিএস মো. লাবলু মুন্সি প্রমুখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2