avertisements 2

কাজী জাফরউল্লাহকে ‘রাজাকার’ বললেন এমপি নিক্সন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৪:৩০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে ‘রাজাকার’ ও ‘রাজাকারের সন্তান’ বলে বিষোদ্গার করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারে এক পথসভায় বিষোদ্গার করেন তিনি।

কাজী জাফরউল্লাহর উদ্দেশে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী বলেন, ‘সাবধান হইয়া যান। আপনি (কাজী জাফরউল্লাহ) ফাইজু মিয়ার মতো ডাকাতরে দিয়া আমারে গাইলায়েন না। নিক্সন চৌধুরী কী এলাকার মানুষ জানে। আপনি বঙ্গবন্ধুর নৌকারে মাটির তলে ডুবাইছেন। আপনে তো রাজাকার, রাজাকারের বাচ্চাও।’

তিনি বলেন, ‘২০১৮ সালে বিজয়ের পর এলাকায় এলে মুরুব্বিরা পরামর্শ দেন– তুমি দুই-দুইবার এমপি হইছো, মানুষের জন্য কাজ কর। তুমি উনাকে (জাফরউল্লাহ) নিয়া কথা আর বইল না। আমি চুপ থেকেছি। কিন্তু হঠাৎ এসে তিনি আবোলতাবোল বকছেন, আমার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিচ্ছেন।’

নিক্সন চৌধুরী আরও বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধের সময় আপনার (কাজী জাফরউল্লাহ) বয়স ২৭-২৮, তাহলে সনদ কই? আপনি ছাত্রলীগ-যুবলীগ কবে করেছেন? আপনি তো পাকিস্তান আর্মিদের সঙ্গে নৌকায় ঘুরেছেন, চাল সাপ্লাই দিয়েছেন। ভবিষ্যতে আমার নেতাকর্মীর কোনো ক্ষতির চেষ্টা করলে এমন দাবড় দেব, পদ্মাও পার হতে পারবেন না।’

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নিক্সন চৌধুরী ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এক ক্রীড়া অনুষ্ঠানে যোগ দেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2