avertisements 2

‘তত্ত্বাবধায়ক সরকার’ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ আগস্ট,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০২:৫০ এএম, ১২ মে,রবিবার,২০২৪

Text

ছবিতে শামা ওবায়েদ ও প্রচার হওয়া ফেসবুকের স্ট্যাটাস।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান আন্দোলনের মধ্যে হঠাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হচ্ছে বলে শামা ওবায়েদের নামে থাকা ফেসবুক আইডি থেকে খবর প্রচার হলে মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে।

সোমবার (২৮ আগস্ট) রাতে শামা ওবায়েদ নামে থাকা ফেসবুক পেজে প্রচার করা হয়, ‌‘৩১ সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে, প্রধান ডক্টর ইউনূস। আলহামদুলিল্লাহ’।

স্ট্যাটাসটি শেয়ারের এক ঘণ্টার মধ্যেই দেখা যায় সেটিতে লাইক পড়েছে প্রায় দুই হাজার তিনশ, কমেন্টস করেছেন ৫৪৭ জন এবং শেয়ার করা হয়েছে ৩৬৪টি আইডি থেকে।

এই বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সাথে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, ‘আমার ফেসবুকে কোনো আইডি বা পেজ নেই, আমার নামে অনেকেই আইডি এবং পেজ চালাচ্ছে। কেবা কারা এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করছে তা আমার জানা নেই।’

প্রচার হওয়া সেই স্ট্যাটাসের কমেন্টসে দেখা যায়, সাইয়েদ মুস্তাক আহমেদ বলেন, ‌‘সব পালিয়েছে! এখন এসব বলে সাধারণ কর্মীদের চাঙ্গা রাখতে চান? পরে যাতে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারেন এদের সহজ সরল মন নিয়ে!!!’

জাকির হোসেন নামে একজন কমেন্টসে লেখেন, ‘কোনো গণমাধ্যমে দেখলাম না, অন্য কারো টাইমলাইনেও পাইলাম না। এটা কী গুজব ছড়ানো হচ্ছে।’

আরিয়ান খান নামে একজন লেখেন, ‘ফেইক নিউজ। এটা ওনার আইডি না এটা ফেইক আইডি। সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।’

হাফিজ উল্লাহ নামে একজন লেখেন, ‌‘বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজমান এতে করে এরকম একটি সমাধান বলে-কয়ে হবে বলে মনে হয় না। শামা ওবায়েদ আইডিটি ফেইক কিনা তাও নিশ্চিত নই।’

মো. মোরশেদ আলম লেখেন, ‘আপু ফেইক নিউজ থেকে বিরত থাকুন আপনি যেই হোন না কেন যদি সত্যিই আপনি শামা ওবায়েদ আপু হয়ে থাকেন তাহলেও বলব গুজব এড়িয়ে চলুন, এই সরকারকে ধাক্কা দিতে হবে, আর ধাক্কা দিতে প্রয়োজন রাজপথ। এই ফেইক নিউজ তৃণমূলের কর্মীদের হতাশ করে দেয়।’

উল্লেখ, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেজ থেকে কালবেলার সূত্র দিয়ে ডা. ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে মিথ্যা সংবাদ প্রচার করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2