avertisements 2

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কঠোর সমালোচনায় জাহাঙ্গীর আলম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ আগস্ট,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:১২ পিএম, ১০ মে,শুক্রবার,২০২৪

Text

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনি মোশতাক সর্বপ্রথম গাজীপুরের সালনা এলাকায় জনসভা করেছিল। গাজীপুরে আওয়ামী লীগের বড় বড় নেতা তখন কোথায় ছিলেন?

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কঠোর সমালোচনা করে জাহাঙ্গীর আলম বলেন, তার বয়স তখন ৩২ বছর। ১৯৭১ সালের ১৯ মার্চের মহানায়ক দাবিদার তখন কেন প্রতিবাদ করেননি?  বৃহস্পতিবার গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এসব কথা বলেন।

সালনায় মোশতাকের জনসভার কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন– সেদিন  এই ত্যাগী, বড় নেতারা কোথায় ছিলেন? কী প্রতিবাদ করেছিলেন? কী প্রতিরোধ করেছিলেন? মঞ্চ ভেঙে দিয়েছিলেন? কোনো নেতাকে শোকজ করেছিলেন? কোনো নেতাকে বহিষ্কার করেছিলেন?  অনুষ্ঠান শেষে সমকালকে তিনি বলেন, ১৯৭৬ সালে সালনা এলাকায় মোশতাকের জনসভা করার প্রমাণ তাঁর হাতে আছে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2