avertisements 2

উপজেলা আ. লীগের কমিটিতে ঠাঁই হলো না ডা. মুরাদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ আগস্ট,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:০৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে আর ঠাঁই হলো না সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে রাখা হয়নি বলে জানিয়েছেন দলের নেতারা।

সম্মেলনের দীর্ঘ ১০ মাস পর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাজ্ঞ কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ। সম্মেলনে ছানোয়ার হোসেন বাদশাকে সভাপতি ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল।

এর পর বৃহস্পতিবার (০৩ আগস্ট) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্রের স্বাক্ষরিত এক চিঠিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নাম না থাকা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা। কেউ এটি ষড়যন্ত্র বললেও অনেকে এটিকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বলেন, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে উপজেলা কমিটিতে রাখা হয়নি।

আওয়ামী লীগ স্বচ্ছ নেতাকর্মীদের নিয়েই কমিটি করে। ২০২১ সালে চিত্র নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রীসভা থেকে পদত্যাগের পর তাকে জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ কমিটির সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়। সম্প্রতি উপজেলা কমিটিতে পদ প্রত্যাশী হিসেবে নিজের নেতাকর্মী নিয়ে দলীয় কার্যক্রম করেন ডা. মুরাদ হাসান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2