avertisements 2

প্রস্তুতি নেন, ডিসেম্বরে ফাইনাল খেলা : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ আগস্ট,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:০৯ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। বুধবার রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপির একদফা খাদে পড়ে গেছে। ওই দলের কোমর ভেঙে গেছে। তারা আর পারবে না। খাদে পড়া দলের দফাও বাস্তবায়ন হবে না।

তিনি বলেন, আপনারা বলতে পারেন বিএনপির প্রধান নেতা কে? ওই তারেক রহমান সাজাপ্রাপ্ত। মুচলেকা দিয়ে দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছে। আজকে আবার কত বছর সাজা হয় কে জানে। খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত। নির্বাচন করার যোগ্যতা নেই।

তিনি আরও বলেন, আমরা তো ঘোষণা করে দিয়েছি, আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা। আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ পালাবে না। এই দেশের মানুষ আওয়ামী লীগের শক্তি। শেখ হাসিনা, আমরা কেউই পালাবো না। তারেক রহমান পালিয়েছে। কবে আসবে কেউ জানেনা। সাহস নেই। আসলেই জেলে যেতে হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা বলছেন রাজপথে ফয়সালা করবেন। আর আমরা রাজপথেও আছি, নির্বাচনেও আছি।

আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে দলটির সাধারণ সম্পাদক বলেন, তিস্তার পানির ভাগ পাবেন। যার নেতৃত্বে আমরা গঙ্গার পানি পেয়েছি, তার নেতৃত্বে তিস্তা নদীর পানিরও ভাগ আমরা পাব। ধৈর্য্য ধরেন, আওয়ামী লীগ পালাবে না। আমাদের শিকড় মাটির গভীরে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2