মধ্যরাতে নুরের বাসায় ডিবির পুলিশ, ইয়ামিনকে তুলে নেওয়ার অভিযোগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ আগস্ট,
বুধবার,২০২৩ | আপডেট: ০৮:০৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে ডিবি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরুল হক নুরের বাসায় রাত ২টায় ডিবি অভিযান চালায়। এ সময় দরজা ভেঙে রুমে প্রবেশ করে বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় তারা। যারা অভিযানে এসেছিলেন তাদের মাঝে একজন মধ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি।
ডিবি চলে যাওয়ার সময় নুরের বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায় বলেও জানান আবু হানিফ।
তিনি আরও বলেন, এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায়। একই সময়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার বাবাকেও তুলে নিয়ে যায় সাদা পোশাকে।
তবে নাজমুল হাসানকে তুলে নিয়ে যাওয়ার ৬ ঘণ্টা এবং বিন ইয়ামিন মোল্লার বাবাকে তুলে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর ছেড়ে দেয়। আজ বুধবার ভোর ৪টায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের এই সদস্য।