avertisements 2

‘বিএনপি খাঁচায় বন্দী সিংহ, গর্জন ছাড়া কিছুই করতে পারে না’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জুলাই,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:৫৭ পিএম, ৩ মে,শুক্রবার,২০২৪

Text

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দী সিংহ- তাই গর্জন ছাড়া কিছুই করতে পারে না। তারা দেশে বিশৃঙ্খলা করলে কিংবা শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে সরকার কঠোর হস্তে তাদের দমন করবে।’ শুক্রবার কুড়িগ্রাম সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। এরপর তিনি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন।  

বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে জানিয়েছেন তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। গণতান্ত্রিক বিভিন্ন দেশে (যেমন জাপান, ভারত, যুক্তরাজ্যে, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি) আগে থেকে যে সরকার ক্ষমতায় থাকে তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করে। কিন্তু বিএনপি অনুসরণ করবে শুধু পাকিস্তানকে। কারণ, দলটির কাছে ওই দেশই প্রিয়। এ জন্য সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন- ‘পাকিস্তানই ভালো ছিল!’

ইইউ প্রতিনিধি দলের সফর নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এসেছেন দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য। এটা ইতিবাচক।

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামে আসেন তথ্যমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের এমপি আসলাম হোসেন সওদাগর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামিম, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদ হাসান লোবান বলেন, বর্ধিত সভায় অংশ নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন ড. হাছান মাহমুদ। এর মধ্যে কুড়িগ্রামে সাংগঠনিক থানা ও ইউনিয়নসহ বিভিন্ন শাখায় যেসব কমিটি দেওয়া হয়েছে তাদের সঙ্গে কথা বলে তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করা এবং আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় ব্যাপক লোকসমাগম করা উল্লেখযোগ্য।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2