avertisements 2

সরকারের সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি: নুর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জুলাই, বুধবার,২০২৩ | আপডেট: ১২:৫৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে এক দফা দাবিতে গণপদযাত্রা করছে গণ অধিকার পরিষদের নেতারা। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৩ টায় রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে নির্বাচন ভবনের অভিমুখে গণপদযাত্রা শুরু করে। এই পদযাত্রায় নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি।’ 

পদযাত্রাটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর, কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজারে আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা বাধ্য হয়ে গণপদযাত্রা সমাপ্তি ঘোষণা করে। নির্বাচন ভবনের অভিমুখে গণপদযাত্রা শুরুর পূর্বে এক বক্তব্যে দলটির নবনির্বাচিত সভাপতি নুরুল হক নূর বলেন, ‘সরকারের গোয়েন্দা সংস্থার শর্ত না মানায় নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধন দেওয়া হয়নি।’

তিনি অভিযোগ করে বলেন, ভুঁইফোড় দালাল রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সরকারের বানানো পুতুল। সরকার যা বলে নির্বাচন কমিশন সেই হিসেবে কাজ করে। গণঅধিকার পরিষদকে বিনষ্ট করতে সরকার নানা কৌশল নিয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। দলীয় কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এটা একটি ষড়যন্ত্রমূলক কাজের অংশ।’ এ সময় সরকারের সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি বলে মন্তব্য করেন। 

আগামী ২৫ জুলাই আবারও নির্বাচন ভবনের অভিমুখে গণপদযাত্রা ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন নুরুল হক নুর। এসময় নির্বাচন কমিশনারকে পদত্যাগে বাধ্য করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়অ হয়। এদিন ঢাকাসহ সারাদেশের নেতা-কর্মীদের নির্বাচন ভবনের অভিমুখে গণপদযাত্রা ও ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2