avertisements 2

ফেসবুক ওয়ালে ছবি পোস্ট করে কী বার্তা দিলেন রুমিন ফারহানা!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুলাই,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:৫০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে বাংলাদেশে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল। তারা গত ৮ জুলাই ১৬ দিনের সফরে ঢাকায় আসেন। এর পর থেকে নির্বাচনসংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন।  

এদিকে ইইউর বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার চারজন ব্যক্তি সম্মিলিত দুটি ছবি সংযুক্ত করে নিজস্ব ফেসবুক ওয়ালে পোস্ট দেন। ক্যাপশনে লিখেছেন, ‘ছবি কথা বলে’।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া হাসি মুখে আছেন। অন্যদিকে আরেকটি ছবিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রয়েছেন।
 

এদিকে প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করবেন। সফর শেষে প্রতিনিধিদলটি যে প্রতিবেদন দেবে, তার ওপর ভিত্তি করে

আগামী জাতীয় নির্বাচনে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2