avertisements 2

শনিবার বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুলাই,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:১৬ এএম, ২৬ এপ্রিল,শুক্রবার,২০২৪

Text

আগামী সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক পাঠানোসহ সার্বিক অবস্থা সরেজমিন দেখতে বাংলাদেশে এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুসন্ধানী অগ্রগামী দল। সফররত প্রতিনিধি দলটি বিএনপি, জাতীয় পার্টি ও নতুন নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এবি পার্টির সঙ্গে পৃথক বৈঠক করবে বলে জানা গেছে। আগামী ১৫ জুলাই বিকেলে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানা গেছে।

সোমবার (১০ জুলাই) বিকেলে বিএনপির কূটনৈতিক কোরের একজন নেতা ঢাকা মেইলকে বিষয়টি জানিয়েছেন। এই নেতা বলেন, ১৫ জুলাই বৈঠক হওয়ার কথা। কত সদস্যের প্রতিনিধি দল থাকবে বিএনপির পক্ষ থেকে- জানতে চাইলে তিনি বলেন, ‘অপেক্ষা করেন। বৈঠকের দিন দেখতে পারবেন কারা কারা ছিলেন।’

এদিকে সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল।

এছাড়া বিকেলে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। একটি সূত্র জানায়, পুলিশ সদর দফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসানের সঙ্গে দেখা করেন ইইউ প্রতিনিধি দলের সদস্যরা। তবে পুলিশের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুসন্ধানী অগ্রগামী দল ঢাকায় এসেছে গত শনিবার। প্রতিনিধি দলটির আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকা সফরের কথা রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2