এবারের ভোটে নৌকা মার্কা পেয়ে পাস করে দেখান: কাদের সিদ্দিকী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুলাই,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:৪৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘ভোট দেন আর না দেন, নৌকা মার্কা পেলেই পাস। তবে এবারের ভোটে যারা নৌকা মার্কা পেয়েছেন, তারা ভোটে পাস করে দেখান, কেমনে পাস হয়! যারা লাফাচ্ছেন, লাফান। কিন্তু ভোট চুরি করে জিততে পারবেন না।’
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজ মাঠে নবগঠিত ‘হতেয়া-রাজাবাড়ী’ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, গত ৪০-৫০ বছরে এটাই প্রমাণ করেছি, নৌকা মার্কা যে যতই করুন, কাদের সিদ্দিকীর চাইতে বঙ্গবন্ধুর বড় কোনো প্রেমিক নাই। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, ছেড়ে দিয়েছি কিন্তু বঙ্গবন্ধুকে ছাড়ি নাই। বঙ্গবন্ধু আমার নেতা ও আমার দলের আদর্শ।
উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন ওরফে নয়ন হাজী, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, আশিক জাহাঙ্গীর প্রমুখ।