আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জুলাই,
বুধবার,২০২৩ | আপডেট: ১২:১৭ পিএম, ২১ অক্টোবর,মঙ্গলবার,২০২৫

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের শুরুতেই দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। এক সময় তা চেয়ার ছোড়াছুড়ির পর্যায়ে রূপ নেয়।
জানা গেছে, বুধবার দুপুরে সমাবেশ শুরুর সময় মঞ্চের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ ঘটনার সূত্রপাত হয়। দ্বন্দ্বে জড়ানো নেতাকর্মীরা পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফর সমর্থক বলে জানা গেছে।
এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়া শুরু হলে মঞ্চ থেকে সবাইকে বার বার বসে পড়ার জন্য আহ্বান জানান মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন।
তিনি বলেন, আমাদের মহানগরের নেতাকর্মীরা যারা সামনে আছেন, সবাই চেয়ারে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না।পরে মঞ্চে থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফিও আহ্বান জানাতে থাকেন।
তিনি বলেন, এই তোমরা বসে পড়ো, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। এবার থামো, বসো বলতে থাকেন। এরপর নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান

অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের তোপের মুখে ডা. সাবরিনা

অক্টোবরেই নির্বাচনের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চায় বিএনপি
