avertisements 2

মোসাদের সঙ্গে মিটিংয়ের কথা স্বীকার করেছে নুর: রেজা কিবরিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জুলাই,রবিবার,২০২৩ | আপডেট: ০৬:৪৪ পিএম, ১৮ মে,শনিবার,২০২৪

Text

ড. রেজা কিবরিয়া (ফাইল ফটো)

গণঅধিকার পরিষদের গৃহদাহ এখন চরমে। এক পক্ষ আরেক পক্ষকে করছে পাল্টা-পাল্টি বহিষ্কার। এর মধ্যেই গণঅধিকার পরিষদ থেকে বহিষ্কৃত ড. রেজা কিবরিয়া দাবি করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে দুবাই মিটিংয়ের কথা স্বীকার করেছেন নুরুল হক নুর।

রোববার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন ড. রেজা কিবরিয়া।

তিনি বলেন, এখন সবাই জানে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের সদস্য সচিবের দুবাইতে মিটিং হয়েছে। দুবাই ও শারজাহ এর মাঝখানে একটি কফি শপে তাদের বৈঠক হয়েছে। গত জুনের ১৮ তারিখে হওয়া মিটিংয়ে আমাদের সামনে এই কথা স্বীকার করেছে নুরুল হক নুর। এছাড়াও দুবাইতে যে গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেছে সেই আমাকে এই বিষয়ে বলেছে।

তিনি আরও বলেন, নুর বলেছে যে দুবাই পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে তারা মিথ্যা কথা বলে না। কারণ তাদের কন্ট্রাক বাতিল করার ভয় থাকে। তারা ওখানে চাকরি করে সত্য কথাটাই বলে। তারা ওখানে মিটিংয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। সেখানে গাড়িতে চারজন ছিল এবং সে (নুর) একটা ব্যাগ নিয়ে বের হয়েছে সেটাও ঠিক। ব্যাগের ভেতর কি ছিল সেটা কেউ জানে না।

ড. রেজা কিবরিয়া বলেন, আমাদের এ মিটিংয়ের পর সে খুব উত্তেজিত হয়ে গিয়েছিল। বিশেষ করে বিপ্লব পোদ্দার করে এক লোক চিৎকার দিতে শুরু করলো। তখন মিটিয়ে হৈ চৈ শুরু হয়। শেষ পর্যন্ত মিটিংটা ভেঙে যায়।

এদিকে রেজা কিবরিয়া ইস্যুতে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন নুরুল হক নূর। রোববার বিকেল ৩টায় রাজধানীর বিজয় নগর জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, শনিবার দ্বিতীয়বারের মতো রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়েছে। এরও আগে নুরুল হক নূরকে অব্যাহতি দেন রেজা কিবরিয়া। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2