দেশের এক ইঞ্চি মাটিও কাউকে দিতে চায় না বিএনপি : ফখরুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জুন,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:৩৬ এএম, ২০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৬
“বিএনপি ও জনগণ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেবে না।”
বিএনপি সেন্ট মার্টিন দ্বীপ বা বাংলাদেশকে বিদেশিদের কাছে বন্ধক দিয়ে ক্ষমতায় আসতে চায়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যকে ‘মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের এক ইঞ্চি মাটিও কাউকে দিতে চায় না বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণভাবে বানোয়াট, ভিত্তিহীন, সর্বৈব মিথ্যা কথা।
এই কথাগুলো বলে উনি (শেখ হাসিনা) কিছু সুবিধা পেতে চান। সেই সুবিধা যদি উল্টো হয়...এটা উনি বোঝেন না।
প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, তারা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন, সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা যেকেনো নেতাকর্মীর বিরুদ্ধে যখন রং ইনফরমেশন দেওয়া যায়, মিথ্যা কথা বলা যায় তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয় না, মামলা আসে না। এখন কি এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করবে কি না যে উনি বিএনপির বিরুদ্ধে এই অভিযোগটা এনেছেন… পড়ে কি না? মিথ্যা অভিযোগ, সর্বৈব মিথ্যা ও বানোয়াট অভিযোগ।
এটা আপনাদের (গণমাধ্যম) কাছে প্রশ্ন থাকল।
বিএনপি দেশ বিক্রি করেনি, স্বাধীনতা রক্ষায় কাজ করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি দলটি নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা রক্ষায় সব সময় ত্যাগ স্বীকার করে এসেছে। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধের ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, লড়াই করেছেন। পরবর্তীকালে দেশনেত্রী খালেদা জিয়া, তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তখনো তিনি পুরোপুরিভাবে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছেন।
এখনো আজ পর্যন্ত কখনো কেউ অভিযোগ করে নাই বিএনপি দেশ বিক্রি করেছে বা দেশের কোনো জিনিস দিয়ে দিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, তাদের (ক্ষমতাসীন সরকার) বিরুদ্ধে বহু অভিযোগ আছে। নিজেও বলেছেন, আমরা তো সব দিয়ে দিয়েছি… বলে নাই। কাকে দিয়েছেন? সেই বিষয়টা আপনারা জানেন... ঠিক না। এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গায়।
মানুষকে ওনারা এত বোকা ভাবেন কেন? জনগণকে এত বোকা ভাবেন কেন? এই সমস্ত বলে যে পার পাবেন না এটা তার বোঝা উচিত।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র কালকেই স্টেটম্যান্ট দিয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং তারা এভাবে কোনো কথাই বলতে পারে না। ওয়াট এনি ব্লাপ। এই ক্ষেত্র তো উনি তৈরি করেছেন। আমরা সব সময় বলে এসেছি যে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের এক ইঞ্চি মাটি কাউকে দেওয়ার পক্ষপাতী না, আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিরোধ করব।
সংবাদ সম্মেলনে মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, লিটন মাহমুদ, হাজী মো. মনির হোসেন, আ ন ম সাইফুল ইসলাম, মহানগর দক্ষিণ যুবদলের সাঈদ হাসান মিন্টু, খন্দকার এনামুল হক এনাম, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাইদ মোরশেদ পাপ্পা, মহানগর দক্ষিণ কৃষক দলের হাজী মো. কামাল হোসেন, মোয়াজ্জেম হোসেন বাদশা ও পূর্ব ছাত্রদলের মোহাম্মদ আল আমিন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।





