avertisements 2

ভোট দিতে বরিশালে যাননি মেয়র সাদিক আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুন,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:০৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহন চলছে আজ সকাল থেকে। কিন্তু ভোট দিতে বরিশালে গেলেন না বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ নিয়ে ভোটের মাঠে নানা আলোচনা চলছে।

গত ২৬ মে প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই বরিশালের বাইরে অবস্থান করছেন তিনি। আজ সোমবার ভোটের দিনও তিনি বরিশালে ফেরেননি। 

সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে এবার আওয়ামী লীগের মনোনয়ন পান। মনোনয়ন নিয়ে শুরু থেকেই চাচা-ভাতিজার মধ্যে বিভেদ চলছিল। সাদিক আবদুল্লাহ ও তার বাবা আবুল হাসানাত আবদুল্লাহর অনুসারী আওয়ামী লীগ নেতারা শুরু থেকেই দূরে ছিলেন। 

জানা গেছে, খায়ের আবদুল্লাহর বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য। তিনি তার নির্বাচনী এলাকার ভোটার। ফলে ভোটের দিন তিনি বরিশালে আসেননি। বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ দলীয় মনোনয়ন ঘোষণার পর এপ্রিলের প্রথম দিকে বরিশাল থেকে ঢাকায় যান। এরপর তিনি আর বরিশালে ফিরে আসেননি। এমনকি ভোট দেওয়ার জন্য সোমবারও এলাকায় ফেরেননি।

নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আবুল খায়েরের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মীর আমিন উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘দলের উচ্চপর্যায় থেকেই তাকে (সাদিক আবদুল্লাহ) নির্বাচনের আগে বরিশালে না আসার জন্য নির্দেশনা রয়েছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2