avertisements 2

সরকার ব্যাঙ-সাপ উভয়ের মুখে চুমো খাচ্ছে : গণতন্ত্র মঞ্চ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুন,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:০৮ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

সরকার ব্যাঙের মুখেও চুমো খাচ্ছে, আবার সাপের মুখেও চুমো খাচ্ছে বলে মন্তব্য করেছেন যুগপৎ আন্দোলনে থাকা ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। গত শনিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির যুব সংগঠনের কর্মসূচি নির্ধারিত থাকলেও তা বাতিল করে জামায়াতকে সেখানে সমাবেশের অনুমতি দেওয়া প্রসঙ্গ টেনে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ জোটের নেতারা এ মন্তব্য করেন। গত ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত দিনাজপুরমুখী রোডমার্চে হামলা ও আক্রমণের প্রতিবাদে এই সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ।

এই সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, হঠাৎ করে সরকারের বোধোদয় হলো জামায়াতকে গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত করে সভা করবার অনুমতি দেওয়া যেতে পারে।

এটা তিনদিন পর বোঝেন নাই, তিন মাস পর বোঝেন নাই, তিন বছর পরও বোঝেন নাই। এখন ষড়যন্ত্র করতে তাদের সভা করবার অনুমতি দেয়। তাও আবার (জাতীয় পার্টি) সভা বাতিল করে জামায়েত ইসলামীকে সভা করবার অনুমতি দেওয়া হলো। তারপর মন্ত্রীরা বলতে শুরু করল বিএনপি উসকানি দিচ্ছে।

এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র তারাই করছে। তারা একটা বিশৃঙ্খলা তৈরি করবে, তার দায় এদের ওপরে চাপাবে, বিরোধীদলের ওপর চাপাবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার সাপের মুখেও চুমু খাচ্ছে, ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন- রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নাকি জামায়াতে ইসলামীকে মাঠে নামিয়েছে। সমীকরণটা খুবই পরিষ্কার। একদিকে বলছে যুদ্ধাপরাধীদের জন্য নাকি আইন তারা তৈরি করছে, মন্ত্রিপরিষদে আইন উঠবে। অন্যদিকে জিএম কাদেরের জাতীয় পার্টির একটা অনুষ্ঠান ছিল ইঞ্জিনিয়ারি ইনস্টিটিউশনে। রাত ১২টার সময় তাদের সেখান থেকে সরে যেতে বলেছে।

কী এত ভালোবাসা জন্ম নিল? এতদিন তারা বলে এসেছে যুদ্ধাপরাধী দল এখন আইনমন্ত্রী বলছেন আইনে সাজা না হওয়া পর্যন্ত বলা যাবে না যে তারা যুদ্ধাপরাধী।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয়  সমাজতান্ত্রিক দল-জেএসডিসহ সভাপতি সিরাজ মিয়া ও গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া প্রমুখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2