গণতন্ত্র-আওয়ামী লীগ একসঙ্গে যায় না : ফখরুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জুন,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:২৩ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফাইল ছবি
গণতন্ত্র ও বাংলাদেশ আওয়ামী লীগ একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় পদযাত্রা কর্মসূচির আগে দেয়া বক্তৃতায় তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ এর আগে ও পরে আওয়ামী লীগের চেহারা ভিন্ন। ৭১-এর পর যখনই সুযোগ পেয়েছে তখনই ক্ষমতা কুক্ষিগত করতে বিরোধী মত দমনে মরিয়া হয়ে উঠেছে তারা। ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ র্যাবসহ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। গণতন্ত্র ও আওয়ামী লীগ একসঙ্গে যায় না।’
কোনো ঘটনা না ঘটলেও গায়েবি মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদের দমনে নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আওয়ামী লীগ। মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে আটক করে রাখা হয়েছে। জেলে যাওয়ার কারণেই বেগম জিয়া দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বর্তমান লড়াই বিএনপির একার লড়াই নয়, এটা বিরোধীদের লড়াই, জনগণের লড়াই। আওয়ামী লীগের বক্তব্য বিরক্তির উদ্রেক করে। বিএনপির পদযাত্রাকে মরণযাত্রা বলে সরকার তামাশা সৃষ্টি করছে। জনগণ যেভাবে এগিয়ে আসছে তাতে বিএনপি বিজয়ী হবে।’
ফখরুল বলেন, ‘৯৯ শতাংশ মানুষ চায় আওয়ামী লীগ বিদায় হোক, তারা ছলেবলে প্রতারিত করে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপির ১০ দফা আরও কমে আসতে পারে। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সরকারের পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপির জন্য পরিবর্তন চাই না, পরিবর্তন চাই জনগণের জন্য, ছদ্মবেশী বাকশাল ভেঙে দিতে হবে।’
‘বিএনপি উদার রাজনৈতিক দল তাই জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি’, যোগ করেন ফখরুল।