avertisements 2

সমাবেশে ইট নিক্ষেপ, নিপুণ রায় আহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ মে,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৬:৫০ পিএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

Text

কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপি উদ্যোগে আয়োজিত জনসমাবেশে দলটির পক্ষ থেকে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এ তথ্য জানান। মোজাদ্দেদ আলী বাবু অভিযোগ করেন, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমাবেশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে।

তিনি বলেন, এ সময় ইটের আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হামলার পর আবারো বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2