avertisements 2

গাজীপুর সিটি নির্বাচন

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়ের মনোনয়ন বৈধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ এপ্রিল,রবিবার,২০২৩ | আপডেট: ১০:৩৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ফাইল ছবি

গাজীপুর সিটি নির্বাচনের আলোচিত চরিত্র সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম-এর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।  রবিবার (৩০ এপ্রিল) জেলার নির্বাচনী কর্মকর্তা এই আদেশ দেন।

রির্টার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে সাবেক মেয়রের মা জায়েদা খাতুনসহ ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘হয়তো কালকের পর আমার পায়ে শিকল পরাতে পারে, অ্যারেস্ট করতে পারে, গুমও করতে পারে। ষড়যন্ত্র করে না সরালে আমি নির্বাচন থেকে সরব না। যদি আমার মৃত্যু হয়, তবে আপনারা আমার মায়ের পাশে থাকবেন।’

জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে তাঁর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কাছে জমা দেন তিন সমর্থক। পরে জাহাঙ্গীর আলম নিজেই তাঁর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও পরে শর্তসাপেক্ষে ক্ষমা পাওয়া জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনাটি গাজীপুর সিটি নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয়।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2