avertisements 2

সবকিছুর দাম বাড়লেও আওয়ামী লীগের দাম কমছে: গয়েশ্বর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ এপ্রিল,সোমবার,২০২৩ | আপডেট: ১০:২৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সবকিছুর দাম বাড়লেও আওয়ামী লীগের দাম প্রতিদিন কমছে। জনগণের কাছে আওয়ামী লীগের আর কোনো দাম নাই। আগামীতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে সেটার প্রমাণ মিলবে। তারা অস্তিত্ব সংকটে পড়বে। 

আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় দফতর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলন বলে-কয়ে হয় না। ঈদের আগে নয়, পরে নয়- বিএনপি আন্দোলনের যুদ্ধের মধ্যেই আছেন। এই আন্দোলনের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী সরকারের পতন হবে। ২০১৩ সালে নির্বাচনকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, তখন জনগণ আস্থা রেখেছিল। এখনও রেখেছে সেই আস্থা। 

দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, যে আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার সময় চলে এসেছে। সেইদিন বেশি দূরে নয়, যেকোনো সময়ে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসবে।

ইফতার মাহফিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মোহাম্মাদ মুনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও দপ্তর সংযুক্ত তারিকুল আলম তেনজিং, আব্দুস সাত্তার পাটোয়ারী, মশিউর রহমান বিপ্লব, ইকবাল হোসেন শ্যামল, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দীন সরকার তুহিন, শামীম পারভেজ, বিএনপি নেতা জাকির হোসেন, বিএনপি নেত্রী নাদিয়া পাঠান পাপন, যুবদলের প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাউসার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2