avertisements 2

ব্যালটে ভোট মানেই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নয়: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ এপ্রিল,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১১:০০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেছে ৩০০ আসনেই ব্যালটে নির্বাচন হবে। এটা আমাদের দাবি ছিল। কিন্তু, ব্যালটে নির্বাচন মানেই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নয়। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটি পদক্ষেপ মাত্র। এতদিন যারা নির্বাচন করেছেন তারা জানিয়েছেন—নির্বাচন সুষ্ঠু হবে কী হবে না তা সরকারের ওপর নির্ভর করে। কারা নির্বাচিত হবেন তাও সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়। এমন ধারণা সাধারণ মানুষেরও। গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর জাপা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, সরকার নির্বাচন ব্যবস্থা নিজের আয়ত্তে রেখেই নির্বাচন করছে। যে সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে, সেই সরকার যদি নির্বাচন করে তাহলে তাকে কখনোই পরাজিত করা সম্ভব নয়। নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সরকার ক্ষমতায় থেকেও যেন নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে না পারে, সেই পদক্ষেপ দরকার। দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন দেখে এবং পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে জাপা আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানান তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, একতরফা নির্বাচন হলে বোঝা যায় না নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা। আবার, সরকার বলতে পারে বিরোধীরা নির্বাচনে আসেনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি। সংবাদ প্রকাশে ভুল হলে সেটির বিচার হবে। কিন্তু, শেষ রাতে ১০-১৫ জন একজন সাংবাদিককে তুলে নিয়ে যাবে, দীর্ঘ সময়ে সেই সাংবাদিকের খোঁজ পাওয়া যাবে না—তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এ সময় তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী দাবি করেন।

অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান আগামী নির্বাচনে ঢাকা-১৩ আসনে জাপার প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে দলের প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর নাম ঘোষণা করেন। তিনি ঢাকা মহানগর উত্তর জাপারও আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার; প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতি, মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির ও মোস্তফা আল মাহমুদ এবং চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি প্রমুখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2