avertisements 2

শ্বশুর বাড়ি গিয়ে বলতে পারবি ‘খেলা হব’ : শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:১৫ পিএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জে এক জনসভায় সংসদ সদস্য শামীম ওসমান বক্তব্য দেওয়ার সময় তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন দশম শ্রেণির এক স্কুলছাত্র। বক্তব্য শেষ করার পর ওই ছাত্র শামীম ওসমানকে খেলা হবে স্লোগানটি দেওয়ার অনুরোধ জানান। ওই কিশোর শামীম ওসমানকে বলেন– ‘খেলা হবে ডায়লগটা একবার হবে স্যার।’ এরপর শামীম ওসমান মঞ্চে দাঁড়িয়েই তার সঙ্গে রসিকতায় মেতে ওঠেন। এর একপর্যায়ে ছাত্রটির উদ্দেশে বলেন–বান্ধবী আছে এখানে? ছেলেটি না সূচক উত্তর দিলে এরপর তিনি বলেন –“যদি একটা পছন্দ কইরাই ফালাস, আর যদি পছন্দ মেয়েও কইরা

ফালায়, তারপর যদি শ্বশুরবাড়ি বক্তাবলী না হয়, নদীর ওই পাড় হয়, আর যদি বক্তাবলীর ছেলের

কাছে না দেয় মেয়ে, তাহলে ওই শ্বশুরবাড়ির সামনে যেয়ে আমরা কি বলব? খেলা হবে।’

নারায়ণগঞ্জের কানাইনগর সোবহানিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজ বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান একথা বলেন। 

এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে ইঙ্গিত করে একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমরা নৌকার জন্য ভোট চেয়েছিলাম। আমি নারায়ণগঞ্জের একজন সামান্যকর্মী। আমরা বঙ্গবন্ধুকে চিনেছি, তাঁর আদর্শকে চিনেছি। তুই তুকারি আল্লাহ পছন্দ করেন না। আমাদের প্রশ্নবিদ্ধ করবেন না। যাদের বলা হয়েছে চাকরি খেয়ে দেবো, আমি তাদের সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি।’

শামীম ওসমান বলেন, সাংবাদিক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন আপনাদের নৌকা মার্কার একজন মেয়রের কাছে পরিচ্ছন্নতাকর্মীরা গিয়েছিলেন। তাদের বলা হলো-‘ভাত খেতে পাস না, ফোন কিনিস কীভাবে।’ এটার উত্তর আমি দেব না। আমি বিশ্বাস করি বাংলাদেশে কোথাও কেউ ভাত না খেয়ে নেই শেখ হাসিনার আমলে। ইনকাম ট্যাক্সের ফাইলে টাকা নেই, এত বাড়ি কোথা থেকে হলো, সে প্রশ্ন কে করবে।

শামীম ওসমান আরও বলেন, ‘পুলিশকে গালি দেন যারা তাদের পুলিশের পাহারায় থাকতে হয়। আমাদের ওসমানীয় সাম্রাজ্য বলা হয়। আমার দাদা এমপি ছিল, বাবা এমপি ছিল। আমরা তিন ভাই এমপি হয়েছি। আমরা সাম্রাজ্য কায়েম করেছি সত্যি। কারো জমি দখল করে করিনি। মানুষের মনে জায়গা করে সাম্রাজ্য গড়েছি।’

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2