avertisements 2

‘প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বাঙালিরা ভিক্ষা করে না’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ মার্চ,শুক্রবার,২০২৩ | আপডেট: ১০:৪৮ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বাঙালিরা ভিক্ষা করে না। করোনাকালীন সময়ে সারা বিশ্ব বলেছিল এই দেশ একটা ভিক্ষার ঝুড়ি নিয়ে আগাবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন যে বাঙালিরা ভিক্ষা করে না। যে বাঙালি যুদ্ধ করে স্বাধীন করতে পারে একটি দেশকে। সেই বাঙালিকে ভিক্ষার অপবাদ দিয়ে দাবিয়ে রাখা যাবে না।’

শুক্রবার (১০ মার্চ) গোপালগঞ্জের কোটালীপাড়ার রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন তিনি প্রতি ইউনিয়নের গ্রামে-গ্রামে কমিউনিটি ক্লিনিক চালু করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় পরবর্তী সরকার এসে তা বন্ধ করে দেয়। এতে আমাদের স্বাস্থ্য সেবার ক্ষতি হয়েছে। শুধু তাই নয় স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের চিকিৎসা, যে ধরণের নার্স দরকার সবই করেছেন প্রধানমন্ত্রী।’

রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন বাগচী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম সরকার, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝাঁ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2