দেশে টাকা রাখার জায়গা নেই আ'লীগ নেতাদের: জি এম কাদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৫:৫০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। দেশে তাঁদের টাকা রাখার জায়গা নেই। তাঁরা বিদেশে টাকা পাচার করছেন।
শুক্রবার রাজধানীর বনানী কার্যালয়ে নিজের জন্মদিনের অনুষ্ঠানে এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। শুক্রবার ছিল তাঁর ৭৫তম জন্মবার্ষিকী। জাপা নেতারা দলীয় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
জি এম কাদের অনুষ্ঠানে বলেন, আইন নিজের গতিতে চলতে পারছে না। ভালো মানুষ সমাজে টিকতে পারছেন না। ভালো মানুষ সন্তানদের বিদেশ পাঠিয়ে দিতে চেষ্টা করছেন। বিপুলসংখ্যক মানুষ ইউরোপ-আমেরিকায় যেতে আবেদন করেছেন। মানুষ নিজ দেশকে নিরাপদ মনে করছেন না।
জি এম কাদেরকে শুভেচ্ছা জানান জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি প্রমুখ।