টাকা ছাড়া কিছুই হয় না, এখন মিলাদেও লোক ভাড়া করতে হয়: ফিরোজ রশীদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:৩০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, টাকা ছাড়া এখন কিছুই হয় না। মেধা যেন মূল্যহীন। টাকা ছাড়া চাকরি মেলে না। সভা-সমাবেশ করতে টাকা দিয়ে লোক আনতে হয়। এমনকি, এখন মিলাদেও টাকা দিয়ে লোক ভাড়া করতে হয়। কিন্তু আমরা যারা ভাষা ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, কোনো কিছুর বিনিময়ে করিনি। এ সংস্কৃতি থেকে বের হতে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও সৎ হতে হবে। গতকাল বুধবার রাজধানীর টিকাটুলিতে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফিরোজ রশিদ বলেন, ভাষাসৈনিকরাই স্বাধীনতা যুদ্ধের বীজ রোপণ করেছিলেন। যারা ভাষার জন্য শহিদ হয়েছেন তাদের বেদিতে কেন আজ হানাহানি! আজ শহিদ মিনারে পেশিশক্তির ব্যবহার হচ্ছে। স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর লাভলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিতালী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহীন আরা নাসরিন, বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য আবু নাসের সিদ্দিক, হাজি ফারুক, মনির হোসেন শাহীন, সাগুপ্তা সুলতানা প্রমুখ।