avertisements 2

শিক্ষিত লোকদের আমাকে ‘স্যার’ বলতে হবে, তাই ফলাফল জালিয়াতি করা হয়েছে: হিরো আলম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:১৬ পিএম, ১৭ জানুয়ারী,শনিবার,২০২৬

Text

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী হিরো আলম দাবি করেছেন, তিনি বিজয়ী হলে শিক্ষিত সমাজের লোকদের তাকে ‘স্যার’ বলতে হবে, তাই এই কারণে ফলাফল জালিয়াতি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে ফলাফল ঘোষণার পর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, বগুড়া-৪ আসনের এক-তৃতীয়াংশ কেন্দ্রের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত তিনি এগিয়ে ছিলেন, কিন্তু শেষের কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় ফলাফল পাল্টিয়ে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রচার করা হয়েছে ‘হিরো আলম এমপি নির্বাচনে জিতলে বাংলাদেশের সম্মান নষ্ট হবে, সরকারের সম্মান যাবে’। এসব কারণেই তাকে নির্বাচনে জিততে দেয়া হয়নি। সংবাদ সম্মেলনে হিরো আলম আরও বলেন, এ ফলাফল আমি মেনে নিলেও যারা আমাকে ভোট দিয়েছে তারা মেনে নিতে পারছে না।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি এ ফলাফল মানি না। আমি এই ফলাফলের বিরুদ্ধে আদালতে যাবো। উল্লেখ্য, বগুড়ার-৪ ও ৬ দুটি আসন থেকে উপনির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন আলোচিত হিরো আলম।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2