avertisements 2

গুমের শিকার পরিবার গুলোরমতো ভাগা দুনিয়ায় আর একটাও নেই

আউয়াল খান
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ ফেব্রুয়ারী,রবিবার,২০১৯ | আপডেট: ০৮:৪৬ পিএম, ২১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫

Text

বিদেশ থেকে কেউ ফিরতে চায়না, বিদেশে গিয়ে সুখের জীবন পেয়ে দেশকে ভুলে গেছে- এসব মান্ধাতার আমলের অভিযোগ করার আগে একটা কথা বলি। মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্র ছুটিতে বাড়ি ফিরছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি গায়েব হয়ে গেছেন। এক মাস হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ছাত্র এখন কই? কেউ জানে না। রাষ্ট্রের একটা বাহিনী, একটা দায়িত্বশীল সংস্থাও জানে না- সে কই? এখন আপনি যদি জানেন ছুটিতে দেশে ফিরে আপনার গুম হয়ে যেতে হতে পারে- আপনি যাবেন সেই দেশে? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে বাংলাদেশের যে কজন মানুষ এখন পর্যন্ত গুম হয়েছে, তাদের ৮৬ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। মানে তারা মরে গেছে নাকি জীবিত কেউ জানে না। এ ৮৬ জন কি কেবলই সংখ্যা নাকি আপনার আমার মতোই ৮৬ টা পরিবার আছে তাদের? বিবিসির রিপোর্ট বলছে- আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০১৪ থেকে গত বছরের আগস্ট পর্যন্ত বাংলাদেশে অন্তত ৩১০জন গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩৩ জন ফেরত এসেছেন। তবে যারা ফিরে এসেছেন তাদের সঙ্গে কী ঘটেছিলো সে ব্যাপারে প্রায় কেউই মুখ খোলেননি। কি অদ্ভুত না? ভেবে দেখেন কেউ মুখ খোলেনি কেন? কারণ একটাই হতে পারে- তারা জানে, মুখ খুলেও কাজ হবে না। শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুম হওয়া থেকে ফেরার পর জানিয়েছিলেন তাকে বলা হয়েছে- পেছনে তাকাইলে মাইরা ফেলামু। আব্বু তুমি কান্না করছো ক্যান- যে বাচ্চা মেয়েটা বলেছিলো, যার ফোন কলের রেকর্ড সারাদেশ শুনেছে, তার বাবা কি ফিরেছে? আধুনিক দুনিয়ার সবচেয়ে বর্বর প্রথাটার নাম হলো- গুম। যে মানুষগুলো গুমের শিকার, সে মানুষগুলোর মতো অভাগা মানুষ দুনিয়ায় আর একটাও নেই। অভাগা, কারণ যাকে খুঁজে পাওয়া যায় না তার সম্পর্কে খোঁজ করতেও অনীহা দেখানো হয়, রাষ্ট্রের একটা এজেন্সিও তাকে খুঁজে দিতে পারে না। নিজেকে একবার ওই মানুষটার জায়গায় চিন্তা করে দেখেছেন? আমি দেখেছি, হাইকোর্টে যাবার আগ পর্যন্ত আমাকে স্বেচ্ছায় পালিয়ে থাকার মতো নরকবাসও করতে হয়েছে। ওই অবস্থায় যদি গুম করে ফেলতো কেউ? গুম হচ্ছে সে মানবতাবিরোধী অপরাধ যে অপরাধ অন্যায়কে, দুর্নীতিকে, মানুষকে চুপ করিয়ে রাখাকে উৎসাহ দেয়। এজন্য আমি কখনোই বর্তমান দুনিয়াকে আধুনিক বলি না। বলি- সাম্প্রতিক দুনিয়া। এ সাম্প্রতিক দুনিয়ার সবচেয়ে ভয়ংকরতম অপরাধটার নাম- গুম। দুনিয়া সত্যিই যেদিন সভ্য হবে, সেদিন প্রতিটি গুমের বিচার হবে। এইযে আমি বলে রাখলাম, আপনারা লিখে রাখেন। আপনার পরিবারের কেউ গুম হয়নি ভালো কথা। কিন্তু গুমের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ না করলে ভবিষ্যতে যে গুম হবেন না- তার নিশ্চয়তা কি

বিষয়:

আরও পড়ুন

avertisements 2