১২ লাখ টাকায় মানুষ থেকে কুকুর সেজে এখন বিপাকে জাপানি ব্যক্তি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ আগস্ট,সোমবার,২০২৩ | আপডেট: ০১:৪০ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
টোকো নামে একজন জাপানি ব্যক্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। কারণ কুকুর হবার শখ পূরণ করতে তিনি খরচ করেছেন ১২ লাখ টাকা। এতো টাকা ব্যয় করে অবিকল কুকুরের মতো পোশাক পরে তাকে চতুস্পদী প্রাণীটির মতোই লাগছে। রীতিমতো পেশাদার সহায়তা নিয়ে নিজেকে কুকুরের মতো সাজিয়ে তুলেছেন তিনি। এমনকি এই পোশাক পরে তাকে রাস্তায় হাঁটতেও দেখা গেছে।
নিজের ভাবনার বিষয়েও জানিয়েছেন ওই ব্যক্তি। 'আপনি কি কখনও পশু হতে চেয়েছেন? আমি চেয়েছি! আমি আমার স্বপ্নকে এভাবেই সত্যি করেছি,' ইউটিউব ভিডিওর ক্যাপশনে লিখেছেন তিনি। আসলে পোশাকটি এমনভাবে বানানো হয়েছে যে, দেখে বোঝার উপায় নেই যে তার আড়ালে একজন মানুষ রয়েছে। কিন্তু সমস্যা বেঁধেছে বিষয়টি ভাইরাল হবার পর।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ভাইরাল হবার পর এখন বিপাকে পড়েছেন টোকো। তার দাবি, তাকে ঘিরে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে।
বিজ্ঞাপন
টোকো জানাচ্ছেন, সকলেই মনে করছেন তিনি বুঝি কুকুরের মতোই বাঁচতে চাইছেন। যা ঠিক নয়। টোকো বলেছেন যে তিনি কুকুরের পোশাকটি সপ্তাহে একবার হয়তো পরবেন, তাও নিজের বাড়িতে। সেইসঙ্গে টোকো জানিয়েছেন, আমার প্রাণী হওয়ার ইচ্ছা ছিলো ঠিকই। এমন কিছু হওয়ার ইচ্ছা ছিলো, যা আমি নই।
কিন্তু এ নেহাতই তার শখপূরণ। তিনি মোটেই মানুষ কুকুর হয়ে ওঠেননি। এই অস্বাভাবিক পোশাকটি তৈরি করতে নির্মাতারা ৪০ দিন সময় নিয়েছিলেন। যদিও কয়েক সপ্তাহ আগে, টোকো নিজেই কুকুরের মতো মেঝেতে গড়াগড়ি খাওয়া এবং খেলার বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন।টোকিওর রাস্তায় হাঁটার ভিডিও-ও শেয়ার করেছিলেন। টোকো জানাচ্ছেন যে, ভিডিওটি জার্মান টিভি স্টেশন RTL-এর সাথে একটি সাক্ষাত্কারের সময় শুট করা হয়েছিল। তবে ভিডিওটি পোস্ট করার পর ইন্টারনেট থেকে এত বড় প্রতিক্রিয়া আশা করেননি। টোকোর পরিবার তার কুকুর রূপ মেনে নিয়েছে। যদিও তাকে কুকুরদের সাথে থাকার অনুমতি দেয়া হয়নি।
সূত্র : এনডিটিভি