avertisements 2

বাংলাদেশে অনলাইনে বাড়ছে জঙ্গি তৎপরতা, দেখার কেউ নেই

আউয়াল খান
প্রকাশ: ১২:০০ এএম, ২ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৭:০৭ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

জঙ্গি কাজের সাথে যারা জড়িত অনলাইনে তাদের তৎপরতা দিনকে দিন বেড়েই চলেছে।ইন্টারনেটে বিভিন্ন ভাষায় এ ধরনের বহু ওয়েবসাইট ভিডিও এবং অডিও পাওয়া যায়। বাংলা ভাষাতেও এ ধরনের অনেক ওয়েবসাইট বা কনটেন্ট আছে যেগুলো সরাসরি জঙ্গি কার্যক্রমকে উসকে দিচ্ছে।

বাংলাদেশে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী নতুন সদস্য ও তহবিল সংগ্রহে অনলাইন প্ল্যাটফর্মে তৎপরতা বাড়িয়েছে। সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম–২০২১’–এর বাংলাদেশ অংশে এসব কথা বলা হয়েছে। গত সোমবার এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ পাওয়া বাংলাদেশ পুলিশের একটি ইউনিট সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তারের মাধ্যমে কিছু কিছু হামলা প্রতিরোধ করেছে। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়ে গেছে।

 

জঙ্গিদের সদস্য সংগ্রহ থেকে শুরু করে প্রোপাগান্ডা প্রচার, যোগাযোগ ও প্রশিক্ষণ সবই চলছে অনলাইনে। আগে শুধু যোগাযোগের জন্য অনলাইন ব্যবহার করা হলেও প্রশিক্ষণ হতো হাতে-কলমে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে জঙ্গিরা এখন প্রশিক্ষণও দিচ্ছে অনলাইনে। এমনকি বোমা তৈরির ম্যানুয়াল তৈরি করে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে সামরিক শাখার সদস্যদের কাছে। এছাড়া অন্যান্য শারীরিক ব্যায়ামসহ আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার কৌশলসহ সবকিছুরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনলাইনে। নিজেরাই টার্গেট ফিক্সড করে সিঙ্গেল অ্যাটাকের পরিকল্পনা করছে জঙ্গিরা।

বাংলাদেশের ইন্টারনেট গেটওয়ের সেশন ও ডেটালিংকে ইন্টারসেপশন দরকার। এই দুই লেয়ারে যতক্ষণ ইন্টারসেপশন না করা যাবে ততক্ষণ অনলাইনকেন্দ্রিক জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা পুনরায় সুসজ্জিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সক্ষমতা অর্জন করতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কারণ সচেতনতাই যে কোনও অপরাধ প্রতিরোধের অন্যতম প্রধান বিষয়। সচেতনতা বৃদ্ধি পেলে কেউ ভ্রান্ত ব্যাখ্যায় জঙ্গিবাদে জড়ানোর আগে সেই ব্যাখ্যা যাচাই করার সুযোগ পাবে।

বাংলাদেশে জঙ্গিবাদের কারণ অনুসন্ধানে আমাদের কেবল ঘটনাপ্রবাহের দিকে তাকালে হবে না৷ এর জন্যে বিভিন্ন ধরণের প্রবণতা, বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপট এবং সমাজ ও রাজনীতিতে বিরাজমান বিভিন্ন ধরণের কারণ এবং অনুকূল পরিবেশের প্রতিও মনোযোগ দেয়া দরকার৷ জঙ্গিবাদ কেন সেটা বুঝতে চাইলে এসব বিষয়কে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই৷

বিষয়:

আরও পড়ুন

avertisements 2