avertisements 2

নাচের আড়ালে যত জঘন্য কাজ হয় জানালেন জনপ্রিয় নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৪ এএম, ১৫ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৫:৪১ পিএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

মাত্র ৩ বছর আগের কথা ... একটি ফোন এলো , অপর প্রান্তে আমারই পরিচিত একজন নবীন নৃত্যশিল্পী ৷ কান্নাজড়িত কন্ঠে বলেছিল তাদের বিদেশ সফরের প্রতারনার কথা৷ পর পর বেশ কয়েকটি ফোন এলো ৷ একই কাহিনী , একই অশ্রুবন্যা৷ দেশ টি ছিলো মালয়েশিয়া৷ এদের মধ্যে বেশ কয়েকজন ভিক্টিম একত্রিত হয়ে প্রতিবাদ করলেও তাদের কে হুমকি দিয়ে ঘটনাটি ধামা চাপা দেয়া হয়৷ ভুল সবই ভুল ....

গত বছর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমারই বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ফোন করলো৷ সে এয়ারপোর্ট সিকিউরিটির কর্মকর্তা ৷ মেসেন্জারে একজন সিনিয়র নৃত্যশিল্পীর ছবিসহ আরও ছয়জন ছেলের ছবি৷ ঐ শিল্পীকে চিনতে পারলেও বাকীদের চিনতে পারিনি৷ আমাকে জানানো হলো উনি এই ছেলেগুলোকে নৃত্যশিল্পী পরিচয় দিয়ে মালয়েশিয়া পাচার করতে গিয়ে ধরা পরেছেন৷ ঐ ছেলেগুলো স্বীকার করেছে৷ আমি হতভম্ব হয়ে গেলাম৷ সাথে সাথে জানালাম নৃত্যশিল্পী সংস্থাকে৷ নাহ্ ....ভুল সবই ভুল ...

আর এই গত দুদিন আগে দেখলাম জাতীয় পুরষ্কার প্রাপ্ত নৃত্যশিল্পীর খবর...এটাও নিশ্চিত ভুল সবই ভুল ! এরকম আরও অনেক ঘটনা আছে...কারও মনে কি আদৌ প্রশ্ন জাগে কেন এসব হচ্ছে? কারা করছে? আদৌ এগুলো সত্য কিনা ? নাকি সব ষড়যন্ত্র? যদি তাই হয় তবে কেন এত ষড়যন্ত্র?

৩ বছর আগে মালয়েশিয়ার ঘটনার পরপর সংস্থা কে বলেছিলাম একটি বার্তা অন্তত সকল নৃত্যশিল্পীদের উদ্দেশ্যে পাঠানো হোক যেন কুচক্রীদল এধরনের কাজ বন্ধ করে৷ কিন্তু হায়... আমার কথার কোন মূল্য কি আছে আদৌ? গতবছর এয়ার্পোটের কথা জানানোর পর সবাই বললো চেপে যাও... নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করোনা৷ তাতে নৃত্যশিল্পীদেরই অসন্মান৷ আবারও আমি একা! যারা এসব করে তারা আশ্চর্যজনকভাবে কেউই আর্থিকভাবে অসচ্ছল নন... হ্যাঁ তবে চারিত্রিক নৈতিকতার দিক থেকে বড্ড দরিদ্র ৷

সবাই কাদা কে ভীষণ ভয় পায়৷ কাদার উৎস টা কেউই খুঁজতে নারাজ৷ এমনকি তাদের সচেতন করতেও নারাজ৷ যদি নৃত্যশিল্পীদের সন্মানহানী হয়! আর এই সন্মান বাচাতে বাচাতে এবার টিভি , মিডিয়া আর প্রথম আলোর মতো পত্রিকা কাদা ছুড়ে দিতে বাধ্য হলো আমাদের নৃত্যশিল্পীদের দের ঝকঝকে সাদা কাপড়ে ৷ টিভিতে একটি বিজ্ঞাপন দেখেছিলাম ... " দাগ থেকেই দারুণ কিছু শেখা যায়" ! আমরা কেনো শিখিনা বলুন তো৷ আমরা কেন এসকল মানুষ কে বয়কট করতে পারিনা? এখন অনেকেই তেড়ে আসবে... দোষী প্রমান না হলে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক না৷ তবে জানেন কি প্রমান না হওয়া আর ধামা চাপা দেয়াকে কেউ গুলিয়ে ফেলবেন না দয়া করে৷ ওটা আমি অন্তত ভালোই বুঝি৷ টাকা , ক্ষমতা দিয়ে অনেকেই বেচে যায় তা জানি ... কিন্তু যারা সত্যিকার অর্থে দোষী তাদের আমি আপনি ভালোই চিনি৷ বরং কাদা কে ভয় না পেয়ে চলুন না নৃত্যশিল্পীরা এই কাদার উৎস খুঁজে বের করে তা পরিষ্কার করার চেষ্টা করি ৷ হয়তো সাময়িকভাবে এতে আমাদের পোশাকে একটু আবর্জনা লাগবে তবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পরবর্তী প্রজন্মের নৃত্যশিল্পীরা আজীবন ঝকঝকে পরিষ্কার কাপড় নিয়ে নৃত্য জগতে ঝলমল করবে ৷ আমি ও অন্যান্য অনেক নৃত্যশিল্পীরাই প্রতি বছর দল নিয়ে দেশের বাইরে সন্মানের সাথে নৃত্যানুষ্ঠান করছি ... এই ঘটনা গুলো কি আমাদের জন্যও হুমকি স্বরূপ নয় কি?

নতুন প্রজন্মের নৃত্যশিল্পীরা তোমাদের কি মত? তোমরা কি চাওনা নৃত্য জগত থেকে এসব আবর্জনা পরিষ্কার করতে?মুক্তমনা নবীন নৃত্যশিল্পীরা জাগ্রত হও...

উৎসঃ   বাংলা ইনসাইডার

avertisements 2