avertisements 2

নাসির-তামিমার জন্য দোয়া পাঠালেন শবনম ফারিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:০১ পিএম, ২৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:১৭ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

সচরাচর নিজের নিত্য নতুন লু’কের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। কিন্তু এবার জাতীয় দলের ‘ব্যা’ডবয়’ নাসির হোসেনের স্ত্রীকে নিয়ে নানা বি’তর্কি’ত গল্পের মধ্যে তাদের জন্য ভালোবাসা ও দুয়া করেছেন শবনম ফারিয়া। সোমবার তার ফেসবুক আইডিতে নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রীর জন্য ভালোবাসা ও দোয়া পাঠাচ্ছি লিখে স্ট্যাটাস দেন এই অভিনেত্রী।

নিম্নে তা পাঠকদের জন্য তুলে ধরা হলো.. ′′ যখন বাইরের পৃথিবী তোমাকে নিচে নামাতে চায়, তখন ভেতরে কি আছে তা গণনা করো ′′ নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রীর জন্য ভালোবাসা ও দোয়া পাঠাচ্ছি… আর দয়া করে মনে রাখবেন, বিয়ে আল্লাহ ঠিক করেছেন, বিয়ে আল্লাহর দেয়া নেয়ামত… আল্লাহ কুরআনে বলেছেন, ′′ এবং তাঁর নিদর্শন হল তোমাদের জন্য তোমাদের নিজেদের স’ঙ্গীদের থেকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি খুঁজে পাও; এবং তিনি তোমাদের মধ্যে স্নেহ ও করুণা স্থাপন করেছেন । ধন্যবাদ ।

প্রসঙ্গত, গত বছর ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আব’দ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অপু।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2