avertisements 2

ভোলার সাগর মোহনায় ভেসে এলো জনমানবহীন বিদেশি জাহাজ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০২:৩৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ভোলার ঢালচরের সাগর মোহনায় জনমানবহীন একটি বিদেশি জাহাজ (বড় পন্টুনের মতো) ভেসে এসেছে। বিদেশি ওই নৌযানটি গায়ে ‘আলকুবতান’ লেখা রয়েছে। জাহাজের উপরে একটি এক্সকেভেটর (ভেকু), একটি পাথর ভাঙার মেশিন, পাথরসহ বেশকিছু সরঞ্জামাদি রয়েছে।

এদিকে জনমানবহীন রহস্যময় এ জাহাজ নিয়ে ভোলার উপকূলের মানুষের মধ্য উৎকন্ঠা বিরাজ করছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ ঘটনাস্থলে যেতে পারেনি।

ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, জাহাজটি চরনিজামের পূর্ব পাশে ভাসমান অবস্থা দেখতে পেলে স্থানীয়রা আমাকে জানায়। বৈরি আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে জাহাজটিকে হেফাজতে আনার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ  শাখাওয়াত হোসেন জানান, বিষয়টি শুনেছি, তবে মনপুরার ওসি জানিয়েছেন এটি মনপুরা এলাকার মধ্যে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, আলকুবতান নামের একটি আরব আমিরাতের (বিদেশি) জাহাজ চরনিজামে ভেসে আসছে শুনছি। চরমানিকা কোস্ট গার্ড, নেভিসহ স্থানীয় থানা পুলিশকে বলা হয়েছে। রাতে মনপুরা থানা পুলিশ সেখানে পাহারার ব্যবস্থা নেবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2