avertisements 2

পরীক্ষায় ফেল মারলে ইসিকে চরম খেসারত দিতে হবে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জুন,সোমবার,২০২৩ | আপডেট: ১০:৪২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

বরিশাল এবং খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু করতে না পারলে এটা নির্বাচন কমিশনের (ইসি) জন্য সুখকর হবে না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসিকে সতর্ক করে দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, নির্বাচন কমিশনের জন্য আগামীকালের দুই সিটির নির্বাচন অগ্নিপরীক্ষা। এ পরীক্ষায় ফেল মারলে কমিশনকে চরম খেসারত দিতে হবে।

রোববার (১১ জুন) সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এসময় দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের মহাসচিব অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের কর্মীরা উভয় সিটিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। একই সঙ্গে বহিরাগতদের দিয়ে সিটিতে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা চলছে।

এসময় তিনি বরিশাল এবং খুলনা সিটি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে উভয় শহরকে বহিরাগতমুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন সিটি নির্বাচনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হলে তা সুখকর হবে না।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2