এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নময় ছিল!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫ | আপডেট: ০৭:৫৯ পিএম, ৩ জানুয়ারী,শনিবার,২০২৬
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন, যেখানে একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা ছিল—‘দেখুন তো, চেনা যায়? উনাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম। এত সাদামাটা! আসলেন। জুতা হাতে নিয়ে অজু করতে গেলেন। আশপাশে কেউ নেই।’
‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গার উপদেষ্টা, কোনো হৈ-হুল্লোড় নেই। মানে উনি যে এখানে আসছেন আলাদা কোনো উত্তেজনা নেই। একজন সাধারণ মুসুল্লির মতোই। শুধু সাধারণ নয়।’
‘গরিব একজন মুসল্লির মতো যেন এলেন, জীর্ণশীর্ণ দেখতে! এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নময় ছিল! জুলাই শহীদদের কারণে এই সৎ মানুষগুলার দেখা পেলাম। আল্লাহ তাকে রহম করুন।’
উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) নামাজ পড়তে গিয়েছিলেন। মসজিদে তার বসা অবস্থার একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন তুহিন মাজহার নামের একজন ব্যক্তি।





