খাজনা দিতে গিয়ে বৃদ্ধা জানলেন তিনি মৃত!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৩১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
৮৫ বছরের বয়োবৃদ্ধা মোছঃ আকলিমা জমির খাজনা দিতে গিয়ে জানতে পারলেন তিনি গত ৮ বছর আগেই ইন্তেকাল করেছেন। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামে।
উপজেলা নির্বাচন কমিশন অফিসে পুনরুজ্জীবিত করণ আবেদনের সূত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মৃত আতাহার উদ্দিনের স্ত্রী মোছাঃ আকলিমা। সে একই উপজেলার সনমানিয়া ইউনিয়নের সনমানিয়া গ্রামের ফকির বাড়ীর মরহুম কমর উদ্দিন ফকির ও মরহুম মোসাঃ জাহানারা’র কন্যা। সে ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তার জাতীয় পরিচয় পত্র নম্বর: ৩৩১৩৬৬৯১৯৭৩৩৭।
এব্যাপারে মোছাঃ আকলিমা ১৪ নভেম্বর-২০২২ইং তারিখে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৬৫৭) করেছেন। তিনি ১৯৩৭ সালের ৫ ডিসেম্বর জন্ম গ্রহন করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানান।
নির্বাচন কমিশন অফিস বলছে, গত ২০১৪ সালের ৯ ডিসেম্বর ভূলবশতঃ জাতীয় নির্বাচন অফিস কর্তৃক মোছাঃ আকলিমা’কে মৃত ঘোষনা করা হয়। পুনরুজ্জীবিত করণ আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সমাধান করা হবে বলে জানানো হয়।