avertisements 2

ডেঙ্গুতে সিনিয়র স্টাফ নার্স দিলরুবার মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৪৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

দিলরুবা নাহার লিপি ছবি সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিলরুবা নাহার লিপি (২৬) নামে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্স মারা গেছেন। রবিবার (৯ অক্টোবর) সকালে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

দিলরুবা নাহার লিপি চট্টগ্রাম নার্সিং কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬ বছর। তিনি আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। লিপি চট্টগ্রাম নার্সিং কলেজে পড়াশোনা শেষ করে ২০২১ সালে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাকরিতে যোগদান করেন।

এদিকে তার অকাল মৃত্যুতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের. সভাপতি. মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ এবং  নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মহাসচিব মো. মাজহারুল ইসলাম মনির   গভীরভাবে শোকও সমবেদনা জানায়িছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2