ছাত্রলীগ নেত্রীকে ‘মারধর’, মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৪৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বিতর্ক যেন পিছু ছাড়ছে না। হলের সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় এবার কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়ার তোপের মুখে পড়েছেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার। এ নিয়ে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে।
গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা দলবল নিয়ে মহড়া দিচ্ছেন।
জানতে চাইলে রাত সোয়া একটার দিকে থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এএসআই মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, ইডেন কলেজের একজন শিক্ষার্থী ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনা জানান। এখন আমাদের মহিলা পুলিশ কলেজের গেটের বাহিরে আছে। গেটের দারোয়ানের মাধ্যমে ভেতরে খবর পাঠানো হয়েছে। কিন্তু ভেতর থেকে কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করছে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কলেজের প্রিন্সিপালসহ অনেককেই ফোন দেয়া হয়েছে। কেউ ফোন ধরছেন না।