avertisements 2

বিচার চাইতে ছাগল নিয়ে থানায় খামারি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০২:১৫ এএম, ২৯ এপ্রিল,সোমবার,২০২৪

Text

সাভারের আশুলিয়ায় ছাগল জমির ফসল খেতে পারে এ আশঙ্কায় ছাগলের পা ভেঙে দেওয়ার অভিযোগ নিয়ে থানায় ভুক্তভোগী খামারি সিদ্দিকুর রহমান। এছাড়া সেই খামারির চার ছাগলকে মারধর করার অভিযোগও তুলছেন তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) ব্যাপারে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান। এর আগে, রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী খামারি সিদ্দিকুর রহমান থানায় একটি জিডি করেন।

সিদ্দিকুর রহমান জানান, আশুলিয়ার চারিগ্রামের আব্দুর রহিম (৫০) নামের এক ব্যক্তি চাষাবাদ করেন। সেই কৃষকের ধারণা সিদ্দিকুরের ছাগলগুলো তার জমির ফসল খাবে। এমন আশঙ্কায় কৃষক ছাগল পালন করতে নিষেধ করেন। সিদ্দিকুর তার নিষেধ না শুনে চারটি ছাগল পালন করেন। সে ক্ষোভে কৃষক স্থানীয় নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে চারটি ছাগলকে পিটিয়ে আহত করে এবং একটির পা ভেঙে দেয়।

তিনি বলেন, কখনো আমার ছাগলগুলো তার জমিতে যায়নি, নষ্ট করেনি ফসল। তবুও তারা এমনটি করেছেন। পা ভাঙা ছাগলটি তোতামূখী জাতের। ৬ মাস আগে ১২ হাজার টাকায় কিনেছিলাম। গতকালের ঘটনার পর বিষয়টি নিয়ে দিনভর স্থানীয়দের কাছে কোনো বিচার না পেয়ে থানায় যাই। থানায় আব্দুর রহিম ও নজরুল ইসলামের নামে জিডি করেছি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, গত রাতে ছাগলের পা ভেঙে দেওয়ার একটি জিডি হয়েছে। এখনো জিডির পত্রটি আমার কাছে এসে পৌঁছায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2