avertisements 2

স্ত্রীকে না জানিয়ে পুলিশ পাহারায় লাশ দাফন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৪৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে মারা যাওয়া সুমন শেখ ওরফে রুম্মনের মৃতদেহ গতকাল সোমবার (২২ আগস্ট) পুলিশ পাহারায় আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। স্ত্রীকে না জানিয়ে সুমনের বাবার কাছে লাশ বুঝিয়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সুমনের স্ত্রীর ভাই মোশাররফ হোসেন বলেন, ‘আমার বোনকে লাশের বিষয়ে কিছুই জানানো হয়নি। আমরা মামলা করার জন্য কোর্টে ছিলাম তখন জানতে পারি আমার বোনের শ্বশুরের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। তখন ফোন করলে বোনের শ্বশুর জানান, পুলিশ তাকে জোর করে বাসা থেকে তুলে নিয়ে গেছে। তিনি লাশ নিতে চাননি। এমনকি হাসপাতাল থেকে কোনো কাগজপত্রও বুঝিয়ে দেয়নি। দ্রুত আমরা কোর্ট

থেকে আজিমপুরে এসে দেখি তারা লাশ দাফন করে চলে গেছেন। আমার বোন তার স্বামীকে শেষবারের মতো দেখতেও পেল না।’জানা গেছে, সুমনের লাশ গতকাল পুলিশ প্রহরায় মোহাম্মদপুরের আল মারকাজুলে গোসল করানো হয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক বলেছেন, বেলা আড়াইটার দিকে সুমনের বাবা ও এক ভাই লাশ বুঝে নিয়েছে।মোহাম্মদপুরে দাফন-কাফন সেবাদানকারী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামীতে গোসল করানোর পর বিকাল ৪টার দিকে পুলিশ পাহারাতেই মৃতদেহ নিয়ে যাওয়া হয় বলে জানান আল মারকাজুল

ইসলামীর কর্মী আবু সাইদ আল। তিনি বলেন, প্রায় সাত জন পুলিশ সদস্য এসেছিলেন, সুমনের শুধু বাবা এবং ভাই ছিল। সুমনের ভাই পেয়ার আলী জানান, পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী সুমনের লাশ আজিমপুর দাফন করা হয়েছে। প্রথমে তারা রামপুরা নিয়ে যাওয়ার কথা বললেও পরে আর রামপুরা নিতে রাজি হয়নি। আমরা পুলিশের সঙ্গে ছিলাম।পুলিশের ভাষ্য, চুরির অভিযোগে গ্রেফতার ২৭ বছর বয়সি সুমন শুক্রবার মাঝরাতের পর জেল হাজতে ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেন। এর একটি সিসিটিভি ভিডিও স্বজনদের দেখানো হয়েছে। তবে সুমনের পরিবার বলছে, গ্রেফতারের পর তাকে থানায় মারধর করা হয়েছে। পুলিশের দেখানো ভিডিওতে মৃতদেহ বা ঝুলন্ত দেহ ‘ছিল না’। তার বিরুদ্ধে

আনা চুরির অভিযোগও ‘সঠিক নয়’। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক শনিবার রাতে থানায় সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৫ আগস্ট ইউনিলিভারের পিওরইটের এক বিপণনকারীর ৫৩ লাখ টাকা চুরি হয়। ঐ ঘটনায় মামলা হলে আল আমিন, সোহেল রানা ও অনিক নামে তিন জনকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। তারা এখন কারাগারে আছেন। ঐ তিন জনকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভির ভিডিও বিশ্লেষণ করে সুমনকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার বিকালে রামপুরা মহানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে আনে পুলিশ। তার বাসা থেকে ৩ লাখ ১৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালানো হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2