চাঁদা দাবি ও শিশু ছিনিয়ে নেয়ার হুমকি, গ্রেপ্তার ৪ হিজড়া কারাগারে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৪৮ এএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫
রাজধানীতে শিশু জন্মের পর দম্পতির কাছে চাঁদা চেয়েছিল তৃতীয় লিঙ্গের কয়েকজন সদস্য। না দেওয়ায় শিশুকে ছিনিয়ে নেয়ার হুমকি দিয়েছিল তারা। এই অভিযোগে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯নং সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মিম (৩০), আলো (২৮), রুমা (২৫) এবং শারমীন (২৩)।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ৯ নম্বর সেক্টরের এলাকায় এক ভাড়াটিয়ার ৬ আগস্ট একটি কন্যা সন্তান জন্ম দেন। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটিয়ার একটি কন্যা সন্তান হয়। রবিবার অভিযুক্তরা ঐ বাসায় গিয়ে দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ির লোকজন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতককে নিয়ে যাওয়ার হুমকি দেন।
এক পর্যায়ে বাড়ির একজন ৩ হাজার টাকা দিলেও হিজড়ারা বাড়ির দরজা লাথি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। এ সময় বাসায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে এক পরিবারের দেওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।