avertisements 2

আবাসিক হোটেলে নারী চিকিৎসককে গলা কেটে হত্যা করে পালালেন ‘প্রেমিক’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৫৩ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫

Text

জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে সদ্য এমবিবিএস পাস করা এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর পান্থপথে একটি আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সাথে থাকা বয়ফ্রেন্ডই গলা কেটে হত্যা করেছে নাঈমকে।
বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জান্নাতুল নাঈমমগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই আবাসিক হোটেলটিতে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন জান্নাতুল। এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত বয়ফ্রেন্ড রেজাউল জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। রেজাউলকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2