পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০২:৩৭ পিএম, ২ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধর্ষণে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার (৭ আগস্ট) রাতে মানিকগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মহন আলী (৬০)।
জানা গেছে, পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী গত ৯ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় বাজারে গবাদিপশুর খাদ্য কিনতে যায়। এ সময় মহন তাকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তবে সম্প্রতি শিশুটি অসুস্থ হলে গত শুক্রবার (৫ আগস্ট) চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় পরীক্ষায় অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। পরে ভুক্তভোগী শিশুটি তার মা ও দাদিকে ধর্ষণের ঘটনা জানায়।
এদিকে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনায় মহন আলীর বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। পরে একই দিন রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে মানিকগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আনিসুর রহমান বলেন, আজ রোববার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ আটক

মেরুন রঙের টি-শার্ট পরিহিত সেই ব্যক্তি পল্টন থানার ওসির গাড়িচালক

‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না’
