avertisements 2

৫ বছরের শিশু জান্নাতুলের বস্তাবন্দী মরদেহ উদ্ধার, গ্রেফতার এক নারী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

রাজধানীর নবাবগঞ্জে শিশু জান্নাতুল আক্তারের (৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় আটক করা হয়েছে ঝুমুর বেগম নামে এক নারীকে। ঝুমুরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে রবিবার (৩ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। 
আটত ঝুমুর বেগম নবাবগঞ্জের মালিকান্দা গ্রামের মো. শুকুরের স্ত্রী। আর নিহত জান্নাতুল আক্তার উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের মাছুম দেওয়ানের মেয়ে। 

গত শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলার মালিকান্দা আলেপ ব্যাপারীর বাড়ির পেছনে ধলেশ্বরী নদী থেকে শিশু জান্নাতুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় জনতা দুজনকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন। 

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২৮ জুন) জান্নাতুল তার মা-বাবার সঙ্গে মালিকান্দায় নানা আলেপ ব্যাপারীর বাড়ি বেড়াতে যায়। শনিবার সকাল ৯টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর মালিকান্দা গ্রামের বাসিন্দারা ধলেশ্বরী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় জান্নাতুলের মরদেহ উদ্ধার করেন। 


 নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝুমুর বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের সময় আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2