avertisements 2

দুই শিশু মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন অসহায় মা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫৮ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী এলাকায় দুই শিশু মে‌য়ে‌কে নি‌য়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দি‌য়ে‌ছেন এক নারী । আজ রোববার (১৯ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা এক শিশুকে জী‌বিত উদ্ধার করলেও বাকি দুইজন এখনও নি‌খোঁজ র‌য়ে‌ছে।

ইতিমধ্যে নিখোঁজ অপর দুইজন মা ও মেয়ের উদ্ধার কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় উদ্ধার শিশুর নাম তাহমিদা আক্তার (০৯)। নিখোঁজ দুইজন হলেন মা আরিফা আক্তার (৪০) ও মে‌য়ে মুর্শিদা আক্তার (০৭)।আরিফা আক্তার কাপাসিয়া উপজলার বিবাদীয়া গ্রামর মোহাম্মদ আলী মুন্সির মে‌য়ে এবং ওই গ্রা‌মের মৃত. আব্দুল মালে‌কের স্ত্রী।

কাপাসিয়া থানার ওসি এএসএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছয় বৎসর পূর্বে আরিফার পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি আব্দুল মালেক মারা যান। এরপর থে‌কেই অনেকটা অসহায় হ‌য়ে পড়েন তিনি। দুই মে‌য়ে‌কে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন তিনি। ধীরে ধীরে মানসিক সমস্যায়ও পড়েন আরিফা। তাকে

মানসিক রো‌গের চিকিৎসাও দেয়া হচ্ছে। রোববার দুপু‌রে মা তার শিশু দুই মে‌য়ে‌কে নিয়ে নদীর কিনারায় গি‌য়ে হঠাৎ ঝাঁপ দেয়। খবর পে‌য়ে এক মে‌য়ে‌কে এলাকাবাসী উদ্ধার করলেও অপর দুইজন বি‌কেল সা‌ড়ে ৫টা পর্যন্ত নি‌খোঁজ র‌য়ে‌ছে। কাপা‌সিয়া ফায়ার সার্ভিস ও টঙ্গী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

ঘটনায় উদ্ধার হওয়া শিশু তাহমিদা জানায়, তাদের দুই বোনকে বাজার থেকে জামা কেনার কথা বলে তার মা সিংহশ্রী বাজারে নিয়ে আসেন। পরে শীতলক্ষ্যা নদীর তীরে গিয়ে দুজনকে নিয়ে ঝাঁপ দেন। কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ছাবেদ আলী খান জানান, এ ঘটনায় দুইজন নিখোঁজ র‌য়ে‌ছে। উদ্ধার হওয়া শিশুটিকে তাদের জিম্মায় রাখা হয়ে‌ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2