আবার হাঁটার স্বপ্ন পূরণ হয়েছে জান্নাতের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৪৫ এএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
কৃত্রিম পা সংযোজনের পর দাঁড়িয়ে আছে জান্নাত, এবং তাকে দেখতে হাসপাতালে পুনাক সভানেত্রী জীশান মীর্জা
২০১৯ সালে সিএনজিতে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পা হারায় ছোট্ট জান্নাত। ট্রাকের ধাক্কায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। মুহূর্তেই ছোট্ট জান্নাতের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। তখন থেকেই জান্নাতকে ক্র্যাচে ভর করে চলতে হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পর তার চিকিৎসার ভার নেয় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। চিকিৎসকদের প্রচেষ্টায় জান্নাতের শরীরে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। সঠিক চিকিৎসা এবং তদারকিতে জান্নাত এখন সুস্থ।
সোমবার (১৩ জুন) দুপুরে আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে পুনাক সভানেত্রী তাকে দেখতে গেলে জান্নাত নিজেই হেঁটে অভিবাদন জানাতে আসে। ওয়ার্ডে প্রবেশ করতেই জীশান মীর্জাকে দেখেই দৌড়ে ছুটে যায় জান্নাত। তিনি পরম মমতায় জান্নাতকে জড়িয়ে ধরেন, কোলে তুলে নেন। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। এ সময় জীশান মীর্জা তাকে জামা, রঙ, পুতুল উপহার দেন। কর্তব্যরত চিকিৎসকদের কাছে জান্নাতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুনাক সভানেত্রী বলেন, জান্নাতের খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পর আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। পুনাকের স্বাস্থ্য সম্পাদিকা ডা. প্রথমা রহমান এবং ড. জহিরের ঐকান্তিক চেষ্টায় জান্নাত আজ সুস্থ। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।
পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জীশান মীর্জা বলেন, কৃত্রিম পা হলেও নিজের পায়ে হাঁটতে চেয়েছিল শিশু জান্নাত, আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। মেয়েটি কৃত্রিম পায়ে আমার কাছে দৌড়ে এসেছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এ জন্য আমি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।