প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৩:১৬ এএম, ২ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

ফাইল ছবি
রাজধানীর শাজাহানপুরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়।
সে সময় সাংবাদিক সোহেল সানিকে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০১৯-২২ সাল পর্যন্ত ১ হাজার ১২১ লাখ টাকা ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার-সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ আটক

মেরুন রঙের টি-শার্ট পরিহিত সেই ব্যক্তি পল্টন থানার ওসির গাড়িচালক

‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না’
