কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ চুরি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৫:২৬ এএম, ২৪ জানুয়ারী,শুক্রবার,২০২৫
স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। সংগৃহীত ছবি
রাজধানীতে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ও মানিব্যাগ চুরি হয়েছে।
আজ শনিবার ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় এ চুরি হয়।
সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে মানিব্যাগ ও মোবাইলে হাতে নিতে দেখা যায়। তবে তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি কেউ। আজ সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ২৭ এপ্রিলের টিকিট দেওয়া হচ্ছে আজ। অনলাইন ও অফলাইনে বিক্রি হচ্ছে টিকেট।