৭০০ টাকা কেজির হালিম কিনতে লম্বা লাইন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৯:১৮ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
পবিত্র রমজান মাসের প্রথম দিন আজ। তাই সচরাচর মানুষ পরিবারের সঙ্গে ইফতারের আয়োজন করে থাকে। আর সেজন্য অনেকেই ইফতার বাইরে থেকে কেনেন। তাই প্রথম রোজায় ইফতারের দোকানগুলোতে ভিড় থাকে একটু বেশি। ইফতারের সময়ের অনেক আগেই শেষ হয়ে যায় খাবার। শুধু তাই নয়, ইফতারের জন্য অন্যতম আইটেম হালিম বিক্রিতেও লেগে যায় লম্বা লাইন। রবিবার (৩ মার্চ) ধানমন্ডির সাত মসজিদ রোডে ডিসেন্ট পেস্ট্রি শপের সামনে দেখা গেলো এমন চিত্র।
দোকানের সামনে অপেক্ষমাণ ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বরাবরই সেই দোকানের হালিম পছন্দ করেন। অন্য কোথাও খুব একটা যান না। ৭০০ টাকা কেজির হালিম কিনতে লম্বা লাইন
দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর সোয়া ৩টার মধ্যে এক পাতিল হালিম বিক্রি শেষ। এর কিছুক্ষণ পরই আরেক পাতিল হালিম আনা হয়। এক একটি পাতিলে ৭০-৮০ কেজি হালিম রান্না করা হয়। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।
এসময় হালিম কিনে বেরিয়ে আসা মোফাজ্জল হোসেন জানান, ডিসেন্টের হালিম বেশ ভালো, শুধু রমজান মাসেই আমরা এখান থেকে কিনে খাই। অপর এক ক্রেতার কাছে দাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বাজারে জিনিসপত্রের দাম বাড়লে তো এটারও দাম বাড়বে। ৭০০ টাকা দিয়ে গরুর মাংস কেজি পাওয়া যায় আর এখানে ৭০০ টাকা দিয়ে হালিম।